Wednesday, July 10, 2019

হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর সঠিক বয়স প্রসঙ্গ

হযরত ইমাম মাহদী ও মসীহ্ মাওউদ (আঃ)-কে সম্বােধনপূর্বক মহান আল্লাহ বলেছেন :
“সামানীনা হাওলান আও কারীবান্ মিন যালিকা” অর্থাৎ তােমার বয়স আশি বছর কিংবা এর কাছাকাছি হবে। (ইলহাম: ১৮৬৫ খৃঃ তাযকিরা পৃঃ ৭)
এ প্রসঙ্গে হুযুর (আ.) নিজেই লিখেছেন,

“এ প্রতিশ্রুতি সংশ্লিষ্ট ওহীর বাহ্যিক শব্দাবলী | চুয়াত্তর (৭৪) আর ছিয়াশি (৮৬)-র মাঝে আয়ু নির্ধারণ করছে (বারাহীনে আহমদীয়া ৫ম খন্ড, পরিশিষ্ট পৃঃ ৯৭, টীকা দ্রষ্টব্য)।

অন্য আরেক স্থানে একই প্রসঙ্গে হযরত আকদস (আঃ) লিখেছেনঃ 

“আশি অথবা এর চেয়ে পাঁচ-চার বেশি অথবা চার পাঁচ-চার কম” (হাকীকাতুল ওহী পৃঃ ৯৬)।

এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী হযরত আকদস মির্যা গোলাম আহমদ কাদিয়অনী (আঃ) সাড়ে পঁচাত্তর বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন।
আয়ু যাচাইয়ের পদ্ধতী:
কারাে আয়ু যাচাই করতে হলে দু'টো বিষয় জানা আবশ্যক:

Tuesday, May 7, 2019

আপত্তি: মির্যা সাহেব বলেছেন মহানবী (সা.)-এর ১২ জন কন্যাসন্তান ছিলেন!! ।।

উত্তর:
“দেখ, আমাদের নবীর ঘরে ১২ মেয়ের জন্ম হয়েছে।” (মলফূযাত, ৩য় খণ্ড, পৃ. 372)

প্রথম কথা হলো, এটি মলফূযাত ৩য় খণ্ড হতে নেয়া হয়েছে। পাঠকের জানা উচিত মলফূযাত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর নিজের লেখা